কোন জিনিসগুলো আল্লাহর রাস্তা থেকে মানুষকে আটকে রাখে? কীভাবে দুনিয়া মানুষকে বিভ্রান্ত করে? পড়ুন শায়খ ইউসুফ আল উয়াইরির রহঃ অনবদ্য রচনা…
কিছু মানুষ অন্যদের জন্য রোলমডেলে পরিণত হন। কিছু মানুষের জীবন অন্যদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়। আর কিছু মানুষ এমন থাকেন যে তাদের জীবনটাই অন্যদের জন্য দাওয়াতে পরিণত হয়। আজ এমন এক জীবনের গল্প তুলে ধরবো আপনাদের সামনে। মাত্র একত্রিশ বছরের জীবনে ছুটে বেড়িয়েছেন নানা দেশে, নানা ময়দানে। যুদ্ধ করেছেন দুই সুপার পাওয়ারের বিরুদ্ধে। সামরিক ময়দানে এবং মনস্তাত্ত্বিক তথা বুদ্ধিবৃত্তিক ময়দানে। পাশ করেছেন ইউসুফের আলাইহিস সালাম বিশ্ববিদ্যালয় থেকে। নিজের সর্বস্ব উজার করে দিয়েছেন তাওহিদের দাওয়াহ ও তাওহিদ প্রতিষ্ঠান জন্য। নির্ঘুম রাত কাটিয়েছেন ‘ইলমের সন্ধানে। তুচ্ছ করেছেন নিজের জীবনকে, তাওহিদ ওয়াল হাদিদের সম্মানিত পথে ব্যয় করেছেন সবকিছু। আলিম, মুজাহিদ, মুফাক্কির। রণকৌশলবিদ, মিডিয়া মাস্টারমাইন্ড, দা’ঈ ইলাল্লাহ শায়খ ইউসুফ বিন সালিহ বিন ফাহদ আল-উয়ায়রি, রাহিমাহুল্লাহ।
এক মহীরুহ!