উস্তাদ আহমাদ নাবিল
১৪৩০ হিজরির কোন এক দিন। আফগানিস্তানের পর্বতমালার পাদদেশে বসে আছেন সাদা-কালো শ্মশ্রুমণ্ডিত মধ্যবয়স্ক একজন বুজুর্গ ব্যক্তি। মাথায় শোভা পাচ্ছে, আফগানী ধাঁচে বাঁধা বিখ্যাত কাল পাগড়ী। পাশেই পাথরের কোল ঘেঁষে রাখা একে-৪৭।
তিনি ক্যামেরার সামনে তৎকালীন অ্যামেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামাকে লক্ষ্য করে কিছু কথা বলছিলেন। খুব শান্ত কণ্ঠে, সাবলীল ভাষায়, সহজ কিছু বাক্য। কিন্তু তাঁর প্রতিটি শব্দ হৃদয়ে নাড়া দিচ্ছিল, গভীর প্রভাব ফেলছিল এবং অন্তরকে ছুঁয়ে যাচ্ছিল। Continue reading