…কোন দলে আমাকে যোগ দেয়া উচিত?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

উত্তর দিয়েছেন, শায়খ আবু মুহাম্মাদ আসিম আল মাকদিসি (হাফিজাহুল্লাহ)

…আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কোন দলে আপনাকে যোগ দেয়া উচিত।

আমি আপনাকে উপদেশ দিব সত্য এবং তাওহীদ (বিশুদ্ধ একত্ববাদ) এবং এর অনুগতদেরকে সাহায্য করেন। খুঁজে বের করুন তাদেরকে যারা খুব ভালোভাবে এই বৈশিষ্টগুলো সম্পূর্ন করছে এবং তাদের সাথে সহিষ্ণু থাকেন।

আল্লাহ তাঁর নবীকে (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এভাবে বলেছিলেনঃ

وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَن ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্য কলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার অনুগত্য করবেন না। [সুরা কা’হফ ১৮:২৮]

 .

আপনাকে প্রথমে জানতে এবং শিখতে হবে সত্য এবং  তাওহীদকে!

কারন তাওহিদ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জেনে সত্যের আলোর মধ্যে আপনি সঠিক দলকে চিনে নিতে পারবেন।

যদি আপনি তাওহীদের দিকে আহবানকারীদের নিকটবর্তী হতে চান তাহলে তাদের বন্ধুত্বকে শক্ত করে ধরুন এবং যত বেশি সম্ভব তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

যে কোন ব্যক্তির অন্ধ আনুগত্যকারীদের থেকে সতর্ক থাকুন, এইটি আপনাকে অনেক বেশি ভালো হতে থামাতে কাজ করবে।

সত্যের জনগনকে আমি এই উপদেশ দিতে চাই যে আপনারা সবসময় এই বিশেষ গুরুত্বপূর্ন বৈশিষ্টের দিকে লক্ষ্য রাখবেনঃ

  • তাঁরা আহলে সুন্নাহ ওয়াল জামাহর আকিদায় অটল থাকবে।
  • তাওহীদের দিকে জনগনকে আহবান করতে এবং তাদেরকে শিরক মুক্ত করতে তাঁরা নবীদের পদ্ধতি  অনুসরন করবে।
  • যেভাবে নবী ইব্রাহিম এবং তাঁর অনুসারীরা খোলাখুলিভাবে করেছিল সেভাবে তাঁরা করবে।
  • দলিল ভিত্তিক উৎস ছাড়া তাঁরা কারো অন্ধ আনুগত্য করবে না।
  • তাঁরা এইসব করবে দ্বীনকে সাহায্য করতে এবং বিজয় করতে।
  • তাইফা আল-মানসুরাহর (বিজয়ী দল- আল্লাহ আমাদেরকে ইহার মধ্যে কবুল করুক) বর্ননা মতো যারা তাদের বিরোধীতা করবে অথবা প্রতারনা করবে তাঁরা তাদের  থেকে আঘাত প্রাপ্ত হবে না ”
(Visited 109 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =