সুরা আলে ইমরানের ১৬৭ নং আয়াতের আলোকে আহলে হাদিস (সরকারি সালাফি) ‘আলেম’ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি আশ্চর্য বক্তব্য/ফতোয়ার পর্যালোচনা!
অদ্ভুত বিদ’আতি বক্তব্যের মাধ্যমে অদৃশ্য অজুহাত সৃষ্টির মাধ্যমে…
…কারা মুসলিম যুবকদের নপুংসক বানিয়ে রাখতে দায়ী মূলত?
…কারা ভেতর থেকে এই উম্মতের প্রাণশক্তি শুষে নিচ্ছে?
…কারা এই উম্মতকে নখদর্পহীন বানিয়ে রাখার পেছনে দায়ী?
…কারা কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের অসহায় আত্মসমর্পণে বাধ্য করছে?
কারা!!??
(কুরআন তিলাওয়াত – ক্বারি আবদুল্লাহ আলি জাবের)
ইউটিউবে দেখুনঃ
মুসলিমরা সবসময়ই সংখ্যায় ছিল কম। বদর, উহুদ, মুতা, তাবুক, খন্দক, ইয়ারমুক, কাদেসিয়া, হিত্তিন, আইনে জালুত – কোনো যুদ্ধেই মুসলিমদের সংখ্যা কাফিরদের সঙ্খ্যার ‘সমতূল্য’ ছিল না!!!
আল্লাহ্ আজ্জা ওয়া জাল বলেন,
“যাদের ধারণা ছিল যে, আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বার বার বলতে লাগল, ‘কত সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে।’ আর যারা ধৈর্য্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছেন। (সূরা আল বাক্বারাহঃ ২৪৯)