তাদেরকে ভুলে যেও না!

 

শায়খ ইব্রাহিম আর রুবাইশ রহঃ

পিডিএফ ডাউনলোড

যদি তুমি জুমু’আর নামাজ পড়ো, তাহলে স্মরণ করো যে, এখানে অনেক মানুষ আছে যারা এই নামায পড়তে পারছে না বছরকে বছর ধরে, তারা শুনতে পাচ্ছে আযান কিন্তু তাদের কোন রাস্তাই নেই এটার উত্তর দেয়ার।

যদি তুমি একটি শোকপূর্ণ অনুষ্ঠানের সাথী হও, তাহলে স্মরণ করো এক ভাই যার পিতা মারা গিয়েছে এবং সে তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত হতে পারে না।

যদি তুমি তোমার কবজির দিকে তাকাও এবং কিছুই পাওনা একটি ঘড়ি ব্যতীত, তাহলে স্মরণ কর তোমাদের ভাইদের যাদের হাত পরিপূর্ণ ভারী শিকল দ্বারা।

যদি তুমি তোমার পরিবারের সাথে নি:সঙ্গ সময় ব্যয় করো, তাহলে স্মরণ করো এক ভাইকে যে তার পরিবারের সাথে বসে না একজন জেলারের উপস্থিতি ব্যতীত।

এবং যদি তুমি তোমার ফোন হাতে নাও, তাহলে সেই একজনকে ভুলোনা যে ফোন করতে পারে না আকলবিহীন পুলিশের অনুমতি ব্যতীত।

তুমি খাচ্ছো যা তোমার স্বাদ লাগছে এবং পরিধান করছো তা যা তোমার সুন্দর লাগছে।
এবং তুমি দাঁড়াচ্ছো যেখানে তোমার মন চাচ্ছে, তাহলে তাদেরকে স্মরণ করো যারা খাচ্ছে, পরিধান করছে ও দাঁড়াচ্ছে সেখানে, যেখানে আরেকজন তাদেরকে চাচ্ছে।

(Visited 117 times, 1 visits today)

One thought on “তাদেরকে ভুলে যেও না!

  1. আল্লাহ আমাদের সঠিক জিনিস বুঝার তাওফিক দান করুন

Leave a Reply to sajid sadi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seventeen =